১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
চাটখিলে আ’লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতা গ্রেফতার চাটখিলে ২ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দি‌য়ে দেড় লাখ টাকা জরিমানা চাটখিলে আ’লীগের লিফলেট বিতরন করার অভিযোগে ২ ছাত্রলীগ কর্মী গ্রেফতার ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের শুজব শুনে চাটখিলে আ’লীগের শোডাউন, গ্রেফতার ২ চাটখিল থানা থেকে লুট হওয়া রাইফেল পুকুর থেকে উদ্ধার চাটখিলে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার চাটখিলে ২ নারী মাদক কারবারি ১৬০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার চাটখিলে জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালিত চাটখিলে অবৈধ দোকান উচ্ছেদ, ৫ হাজার টাকা জরিমানা চাটখিলে বিএনপি নেতার কম্বল বিতরন

যে ১৫ অ্যাপ ব্যবহারকারীদের বোকা বানাচ্ছে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
  • / ৭৮১ বার পড়া হয়েছে

মো: রুবেল : অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে প্লে স্টোরে থাকা ভুয়া অ্যাপ ও ম্যালওয়্যারের বিরুদ্ধে লড়াই করছে গুগল। অ্যান্টিভাইরাস নির্মাতা ইসেটের ম্যালওয়্যার গবেষক লুকাস স্টেফাংকো বলছেন, গুগল প্লে স্টোরে জিপিএস অ্যাপস হিসেবে ভুয়া ১৫টি অ্যাপ ব্যবহারকারীদের বোকা বানাচ্ছে। এসব অ্যাপ অবশ্য পাঁচ কোটিবারের বেশি ডাউনলোড হয়েছে। এসব অ্যাপ কাজের চেয়ে ব্যবহারকারীর তথ্য সংগ্রহে বেশি আগ্রহ দেখায় এবং বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ আয় করে।

গবেষক লুকাস স্টেফাংকো বলেন, এসব অ্যাপ চালু করলে তা কেবল গুগল ম্যাপস চালু করে এবং তাদের এপিআইয়ে গুগল ম্যাপস দেখানো ছাড়া অন্য কোনো সুবিধা দেয় না। এতে বিজ্ঞাপন দেখে বিরক্ত হন ব্যবহারকারী। অনেক অ্যাপের সঠিক অ্যাপ আইকন পর্যন্ত নেই।

লুকাস স্টেফাংকো বলেন, অ্যাপে এমবেড করে রাখা বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ আয় করাই এসব অ্যাপের প্রকৃত উদ্দেশ্য। এ ছাড়া অনেক অ্যাপ ব্যবহারকারীর ডায়ালারের তথ্যসহ এমন সব তথ্যের অনুমতি চায়, যা নেভিগেশন অ্যাপের ক্ষেত্রে অপ্রয়োজনীয়। এ ধরনের অ্যাপ যাঁদের স্মার্টফোনে রয়েছে, তাঁদের দ্রুত তা সরিয়ে ফেলতে (আনইনস্টল) পরামর্শ দেন ইসেটের ওই বিশেষজ্ঞ।

ওই ১৫টি অ্যাপ হচ্ছে ভয়েস জিপিএস ডিরেকশন, জিপিএস রুট ফাইন্ডার, জিপিএস রুট ট্র্যাকার, জিপিএস ম্যাপস অ্যান্ড নেভিগেশন, লাইভ আর্থ ম্যাপ, লাইভ আর্থ ম্যাপ অ্যান্ড স্যাটেলাইট, ট্রাফিক আপডেটস: জিপিএস ফ্রি ম্যাপস, ফ্রি জিপিএস, ম্যাপস অ্যান্ড নেভিগেশন, জিপিএস স্যাটেলাইট ম্যাপস, ফ্রি জিপিএস ম্যাপস-স্টার প্লে ক্রিয়েশনস, জিপিএস স্ট্রিট ভিউ-ম্যাপস গো, ভয়েস জিপিএস ড্রাইভিং-ডেলটা রাজা অ্যাপস, জিপিএস লাইভ স্ট্রিট ম্যাপস ও ফ্রি জিপিএস ট্রাফিক আপডেটস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যে ১৫ অ্যাপ ব্যবহারকারীদের বোকা বানাচ্ছে

আপডেট সময় : ০৩:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯

মো: রুবেল : অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে প্লে স্টোরে থাকা ভুয়া অ্যাপ ও ম্যালওয়্যারের বিরুদ্ধে লড়াই করছে গুগল। অ্যান্টিভাইরাস নির্মাতা ইসেটের ম্যালওয়্যার গবেষক লুকাস স্টেফাংকো বলছেন, গুগল প্লে স্টোরে জিপিএস অ্যাপস হিসেবে ভুয়া ১৫টি অ্যাপ ব্যবহারকারীদের বোকা বানাচ্ছে। এসব অ্যাপ অবশ্য পাঁচ কোটিবারের বেশি ডাউনলোড হয়েছে। এসব অ্যাপ কাজের চেয়ে ব্যবহারকারীর তথ্য সংগ্রহে বেশি আগ্রহ দেখায় এবং বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ আয় করে।

গবেষক লুকাস স্টেফাংকো বলেন, এসব অ্যাপ চালু করলে তা কেবল গুগল ম্যাপস চালু করে এবং তাদের এপিআইয়ে গুগল ম্যাপস দেখানো ছাড়া অন্য কোনো সুবিধা দেয় না। এতে বিজ্ঞাপন দেখে বিরক্ত হন ব্যবহারকারী। অনেক অ্যাপের সঠিক অ্যাপ আইকন পর্যন্ত নেই।

লুকাস স্টেফাংকো বলেন, অ্যাপে এমবেড করে রাখা বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ আয় করাই এসব অ্যাপের প্রকৃত উদ্দেশ্য। এ ছাড়া অনেক অ্যাপ ব্যবহারকারীর ডায়ালারের তথ্যসহ এমন সব তথ্যের অনুমতি চায়, যা নেভিগেশন অ্যাপের ক্ষেত্রে অপ্রয়োজনীয়। এ ধরনের অ্যাপ যাঁদের স্মার্টফোনে রয়েছে, তাঁদের দ্রুত তা সরিয়ে ফেলতে (আনইনস্টল) পরামর্শ দেন ইসেটের ওই বিশেষজ্ঞ।

ওই ১৫টি অ্যাপ হচ্ছে ভয়েস জিপিএস ডিরেকশন, জিপিএস রুট ফাইন্ডার, জিপিএস রুট ট্র্যাকার, জিপিএস ম্যাপস অ্যান্ড নেভিগেশন, লাইভ আর্থ ম্যাপ, লাইভ আর্থ ম্যাপ অ্যান্ড স্যাটেলাইট, ট্রাফিক আপডেটস: জিপিএস ফ্রি ম্যাপস, ফ্রি জিপিএস, ম্যাপস অ্যান্ড নেভিগেশন, জিপিএস স্যাটেলাইট ম্যাপস, ফ্রি জিপিএস ম্যাপস-স্টার প্লে ক্রিয়েশনস, জিপিএস স্ট্রিট ভিউ-ম্যাপস গো, ভয়েস জিপিএস ড্রাইভিং-ডেলটা রাজা অ্যাপস, জিপিএস লাইভ স্ট্রিট ম্যাপস ও ফ্রি জিপিএস ট্রাফিক আপডেটস।