২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ


সহযোগিতা চেয়ে শেখ হাসিনাকে পেলের চিঠি

মো: রুবেল : জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘আর্থ কাপ’ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়ে চিঠি ও ভিডিও বার্তা পাঠিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে।

পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধির মাধ্যমে গত ২৬ মার্চ প্রধানমন্ত্রীকে এ চিঠি ও ভিডিও বার্তা পাঠানো হয়।

এ টুর্নামেন্ট বিশ্বের প্রায় সাড়ে তিনশো কোটি ফুটবলপ্রেমীকে এক করবে বলে আশা পেলের। যার নাম হবে ‘পেলে আর্থ কাপ’।

ভিডিও বার্তায় জলবায়ু সঙ্কট মোকাবিলায় বিশ্বনেতাদের এক করার পাশাপাশি, আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন তিনি।

চিঠিতে গত দশ বছরে বাংলাদেশ টেকসই উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে উল্লেখ করে পেলে একে এক অসাধারণ অর্জন বলে আখ্যায়িত করেছেন। বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের নেতৃত্ব ও দূরদৃষ্টির প্রশংসাও করেছেন এ ফুটবল কিংবদন্তী।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares