চাটখিলে পল্লী বিদুৎ সমিতির নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের বিরুদ্ধে আদালতে মামলা
- আপডেট সময় : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
- / ২৪৩৮ বার পড়া হয়েছে
মো: রুবেল : নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) নির্বাচনে ভোটার তালিকায় চরম অনিয়মের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আসছে ১৮ জানুয়ারী ২০২০ সনে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক- ১ এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ওই নির্বাচনে প্রকাশিত ভোটার তালিকায় শত শত বিদ্যুৎ গ্রাহককে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি। বৈধ গ্রাহক হওয়া সত্বেও ভোটার তালিকায় নাম না থাকায় মনির হোসেন মানিক, পিতা- মৃত আবদুল মতিন, সাং- ভীমপুর, ফজলুল হক, পিতা- মৃত আবদুস সামাদ, সাং- পাঁচগাঁও, রত্মা বেগম, স্বামী- জসিম উদ্দিন, সাং- সুন্দরপুর, কবির হোসেন, পিতা- জবেদ উল্যা, সাং- সুন্দরপুর, মোঃ মোখলেছ, পিতা- মৃত নানু মিয়া, সাং- সুন্দরপুরসহ ৮ জন বাদী হয়ে চাটখিল সহকারী জজ আদালতে গত ০৮/০১/২০২০ সনে একটি মামলা করেন। মামলায় জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, বেগমগঞ্জ, নোয়াখালী, এ.জি.এম. (এমএস) বেগমগঞ্জ, নোয়াখালী, আরাফাত উল্যাহ, রির্টানিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশনার পল্লিবিদ্যুৎ সমিতি নোয়াখালী ও উপপরিচালক, বাপবিবো, ঢাকা ও সহকারী প্রকৌশলী পল্লি বিদ্যুৎ সমিতি সদর দপ্তর, নোয়াখালীকে বিবাদী করা হয়েছে। মামলার বিবরনে জানা যায়, প্রকাশিত ভোটার তালিকায় ৪৪৪৩৯ ক্রমিক হতে ৪৪৪৪৫৭নং ক্রমিকে একই ব্যক্তি হুমায়ন কবিরকে ১৯ বার ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়। এ ছাড়া ক্রমিক নং ৪৪৪৫৮ হইতে ৪৪৪৮৪নং ক্রমিকে আবুল বাশার নামের একই ব্যক্তিকে ১৫ বার, ৪৪৪৮৫ হইতে ৪৪৫০৮নং ক্রমিকের ভোটার মোঃ দেলোয়ার হোসেনকে ২৪ বার, মোঃ পারভেজ আলমকে ৪৪৩৭৫ হইতে ৪৪৩৮৭নং ক্রমিকে ১৩ বার, আবদুর রহমান নামীয় ব্যক্তিকে ৪৪৩৯৭ হইতে ৪৪৪০৩ক্রমে ৭ বার, অহিদুর রহমানকে ৪৪৬৪৪ হইতে ৪৪৬৫৫ ক্রমিকে ১১ বার ভোটার করা হয়। যা পল্লি বিদ্যুৎ সমিতির ভোটার তালিকার চরম লঙ্গন। মামলার বিবরনে আরো জানা যায়, প্রকাশিত ভোটার তালিকায় ভোটার নং ৫১৫৫৭,২১৫৬০,২১৫৬৪, ২১৫৭৩, ২১৫৭৮, ২১৫৮৪নং ভোটার যথাক্রমে হাবিব উল্যা, মনির হোসেন, মোস্তফা কামাল, নাছির উদ্দিন, আলা উদ্দিন ও সামছুল ইসলাম মৃত ব্যক্তি। গতকাল রোববার নোয়াখালী-১ পল্লি বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালন পদে প্রার্থী কামাল হোসেন, পিতা- লাতু মিয়া, সাং- পূর্ব সুন্দরপুর ভোটার তালিকায় অনিয়মের বিরুদ্ধে আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত কামাল হোসেনকে ওই মামলায় বাদী হিসেবে অর্ন্তভূক্ত করে ১৫ জানুয়ারী পরবর্তী তারিখ ধায্য করেছেন। এ বিষয়ে জানতে চাইলে পল্লি বিদ্যুতের রির্টানিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশণার আরাফাত উল্যাহ জানান, মামলার বিষয়ে তারা অবগত হয়েছেন। তিনি আরও জানান, অভিযোগ গুলো খতিয়ে দেখা হচ্ছে।