১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিলে মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

মো: রুবেল : চাটখিল উপজেলা পরিষদ মাঠে শনিবার সন্ধ্যায় মেয়র ব্যাডমিন্টন টুনামেন্টের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, উপজেলা আ’লীগ সেক্রেটারী জাকির হোসেন জাহাঙ্গীর, জেলা পষিদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন।

স্থানীয় বন্ধুমহল কর্তৃক আয়োজিত ওই টুর্নামেন্টে ২৪ টি দল অংশ গ্রহন করেছে। উদ্বোধনী দিনে ১ম খেলায় ফরিদ, সুমন, নজরুল ট্রেডার্স ২-১ সেটে কাউন্সিলর প্রার্থী নাজ ফারুককে হারায়। ২য় খেলায় সামির ট্রেক্সটাইল ২-০ সেটে পৌর শপিং কমপ্লেক্স ও শেষ খেলায় সায়ান সুপার মার্কেট দল ২-০ সেটে রহমত উল্যা আদিজা ফাউন্ডেশানকে হারায়।

খেলা শেষে ৩ টি দলের সেরা খেলোয়ারের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীর আলম। খেলায় বিপুর সংক্ষক দর্শক উপস্থিত ছিলেন।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares