চাটখিলে গনহত্যা দিবস পালন করা হয়নি স্কুল ও মাদ্রাসায় – মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
- আপডেট সময় : ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮
- / ৫১৫ বার পড়া হয়েছে
মোঃ রুবেল : চাটখিল উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে ২৫ মার্চ গনহত্যা দিবসের কোন কর্মসূচী পালিত হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নারায়নপুর আরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মন্নান, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, বদলকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, চাটখিল কামিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল বশির উল্লাহ, মোহাম্মদ আনোয়ার আলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ সহ অনেক প্রতিষ্ঠান প্রধান রোববার দুপুরে জানান, গনহত্যা দিবস পালনের ব্যাপারে তারা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কোন নির্দেশনা পাননি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন জানান, গনহত্যা দিবস পালনের জন্য মন্ত্রনালয় থেকে সকল প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা পূর্ব থেকেই দেয়া আছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কোন নির্দেশনা দেয়ার দরকার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল হারুন যুগান্তরকে জানান, সরকার সকল বিদ্যালয়ে ল্যাপটপ সহ প্রধান শিক্ষকদেরকে প্রশিক্ষন দিয়ে রেখেছে। সে ক্ষেত্রে উপজেলা থেকে নতুন করে গনহত্যা দিবস পালনের নির্দেশনার প্রয়োজন নেই। এ ব্যাপারে চাটখিল মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রফিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা আবুল কাশেম সহ অনেক মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা ২৫ মার্চ গনহত্যা দিবস পালন করতে গাফিলতি করছে তারা পাকিস্তানের দোসর। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন পাটোয়ারীর দৃষ্টি আকর্ষন করলে তিনি জানান, যে সব প্রতিষ্ঠান গনহত্যা দিবস পালন করেনি, মাধ্যমিক শিক্ষা অফিসার থেকে তাদের তালিকা পেলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।









