চাটখিলের পাল্লা বাজারের সরকারি পুকুর দখল হয়ে যাচ্ছে-দেখার কেহ নেই!
- আপডেট সময় : ০১:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
- / ৫৬৩ বার পড়া হয়েছে
মোঃ রুবেল: চাটখিল উপজেলার পাল্লা বাজারে ঐতিহ্যবাহী পুকুরটি দখল হয়ে যাচ্ছে। প্রকাশ্য দিবালকে সকলের সামনে সরকারি এই পুকুর দখল হয়ে গেলেও ওই পুকুরের পাড়ে অবস্থিত ভূমি অফিসের লোকজন তা দেখতে পাচ্ছেন না। মঙ্গলবার সরজমিনে পুকুর পাড়ের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শামসুল আলম এর কাছে পুকুর দখলের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, ১ নং খতিয়ান ভূক্ত ১৬৯৭ দাগে ওই পুকুরের পরিমাণ হচ্ছে ৩২.৬২ শতাংশ তিনি স্বীকার করে বলেন, বর্তমানে ওই পুকুরের ১৫-১৮ শতাংশ ভূমি ছাড়া বাকি ভূমি দখল হয়ে গেছে। বর্তমান ভূমি কর্মকর্তা শামসুল আলম গত ১১/১০/২০১৫ সালে পাল্লা তহসিল অফিসে যোগদান করেন। স্থানীয় লোকজনের অভিযোগ শামছুল আলম অত্র অফিসে যোগদান করার পর থেকেই বেশীর ভাগ ভূমি বে-দখল হয়ে যাচ্ছে। সরকারী পুকুর দখলের বিষয়ে শামছুল আলম উর্দ্ধতন কর্মকর্তাদেরকে লিখিত ভাবে কোন অভিযোগ দেননি বলে স্বীকার করেন। বুধবার চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি), শান্তনু কুমার দাসকে তার কার্যালয়ে গিয়ে পাল্লা বাজারের সরকারী পুকুর দখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে স্থানীয় তহসিল অফিস থেকে তাকে লিখিত ভাবে কিছুই জানানো হয়নি। এ ব্যাপারে তিনি দ্রæত সরকারী ভূমি উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।