চাটখিলে বৃদ্ধাকে পিটিয়ে হাত ভেঙ্গে দিল বখাটে ছেলে ও নাতি
- আপডেট সময় : ০৪:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ২৭ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামে বৃদ্ধা ছালেহা বেগম (৬৮) কে পিটিয়ে রক্তাক্ত যখম করে হাত ভেঙ্গে দিল তারাই বখাটে ছেলে জহির ও নাথি অভি। বুধবার বিকেলে জহির ও তার ছেলে অভি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বৃদ্ধা ছালেহার ওপর হামলা চালায়। এতে ছালেহা বেগম একটি হাত ভেঙ্গে যায়। বৃহস্পতিবার ছালেহা বেগম সাংবাদিকদেরকে জানান, তার ছেলে জহির তার ভাগের সম্পত্তি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে যায়। গত কয়েক মাস পূর্বে জহির পুনরায় বাড়িতে এসে তার ছোট ছেলে সৌদি প্রবাসী রুবেলের বশতঘরে জোর পূর্বক ঢুকে পড়ে। রুবেল ছুটিতে বাড়ীতে আসার কথা রয়েছে। তাই জহিরকে রুবেলের ঘর ছেড়ে দেওয়ার জন্য বললে সে উত্তেজিত তার মা বৃদ্ধা ছালেহাকে বিভিন্ন সময় গালমন্দ ও তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে ছালেহা বেগম চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। চাটখিল থানা পুলিশ সূত্রে জানা যায়. জহির ও অভি মাদকাশক্ত। তাদের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক সন্ত্রাসী, চাঁদাবাজি ও চিনতাইয়ের মামলা রয়েছে।