সংবাদ শিরোনাম ::
চাটখিলে অতিরিক্ত মোবাইল ব্যবহারে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০১:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ৬ বার পড়া হয়েছে
মো: রুবেল: অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে নানার বাড়ীতে নিপা আক্তার (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য তা মর্গে প্রেরন করেছে। চাটখিল থানার ওসি এমদাদুল হক জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারনা করা হচ্ছে, নিপা আত্মহত্যা করেছে।
জানা যায়, নিপা আক্তার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের মোঃ রিপনের কন্যা। কিছুদিন আগে পারিবারিক ভাবে নিপাকে একটি মোবাইল ফোন কিনে দেয়া হয়। নতুন মোবাইল নিয়ে নানার বাড়ীতে বেড়াতে গেলে তার নানী অতিরিক্ত মোবাইল ব্যবহার করতে নিষেধ করে। এতে মঙ্গলবার দুপুরে নানীর ওপর অভিমান করে নিপা নানার বাড়ীর একটি কক্ষে দরজা বন্ধ করে নিজ ওড়না পেছিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।
ট্যাগস :