সংবাদ শিরোনাম ::
চাটখিলে ধান কাটার হারভেষ্টর এর নিচে পড়ে শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ৬৮ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে ধান কাটার মেশিন হারভেষ্টরের নিছে পড়ে শিশু জান্নাত (৯) এর মৃত্যু ঘটেছে। ইউপি চেয়ারম্যান এইচএম বাকী বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। জান্নাত স্থানীয় কৃষক হেলাল এর মেয়ে।
জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে হেলাল এর বাড়ীর পার্শ্বের মাঠে হারভেষ্টর দিয়ে ধান কাটা হচ্ছিল। এ সময় শিশু জান্নাত সবার অগছরে হারভেষ্টরের নিছে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। ঘটনার পর পরই হারভেষ্টরের চালক পালিয়ে যায়। চাটখিল থানার ওসি এমদাদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ ফেলে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে বলে।
ট্যাগস :