২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিল থানা থেকে লুট হওয়া মোবাইলসহ যুবক গ্রেফতার

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল: চাটখিল থানা থেকে লুট হওয়া ৩ টি মোবাইল ফোন, ২টি ব্যাগ, ১টি রেইনকোট ও ২ টি মোবাইলের চার্জারসহ রবিউল হাসান অপি (২৫) নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার ভোর ৬ টার দিকে অপিকে পৌর সভার পশ্চিম ছয়ানী টবগা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। অপি ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে।

চাটখিল থানার ওসি এমদাদুল হক জানান, ৫ আগষ্ট থানা লুট হওয়ার সময় উদ্ধারকৃত মোবাইল সেটসহ সরঞ্জাম গুলো লুট হয়েছিল। তিনি আরও জানান, লুট হওয়া অনেক অস্ত্র এখনও উদ্ধার হয়নি। লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানান।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares