১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

চাটখিলে গৃহকর্মীকে দাফনের ১৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ১৭৭ বার পড়া হয়েছে

Made with LogoLicious Add Your Logo App

মোঃ রুবেল: চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নে ঢাকা থেকে এনে বেওয়ারিশ হিসেবে গৃহকর্মীর লাশ দাফনের ১৫ দিন পর মঙ্গলবার কবর থেকে উত্তোলন করা হয়েছে। জানা যায়, রামনারায়নপুর ইউনিয়নের উত্তর রামদেবপুর গ্রামের মাহবুবুল হক চৌধুরী বাবরের ঢাকাস্থ বনশ্রী বাসায় গৃহকর্মী মারজিয়া (১৫) গৃহকর্মীর কাজ করতো। গত ৬ এপ্রিল গৃহকর্মী মারজিয়া বাবরের বাসায় মারা যায়। ৭ এপ্রিল ভোরে বাবর ওই গৃহকর্মীর লাশ নিয়ে গ্রামের বাড়ীতে আসে।

এ সময় বাবর জানান, তাদের বাসায় মৃগি রোকে গৃহকর্মী মারজিয়া মারা যায়। তিনি আরো জানান, মারজিয়ার মা-বাবার পরিচয় তাদের জানা নেই। তাই অনাথ মেয়েকে নিজেদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তড়িঘরি করে দাফনের পর তারা ঢাকায় চলে যায়। এতে জনমনে সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে বিভিন্ন গনমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এরপর ১২ এপ্রিল ঢাকার খিলগাঁও থানায় মেয়ের বাবা আবদুর রউফ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গৃহকর্মী মারজিয়ার বাড়ী শেরপুরের নালিতা বাড়ী থানার বনকুরা গ্রামে। তার বাবা আবদুর রউফ জানান, গত ১১ মাস পূর্বে তার মেয়ে বাবরের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে।

মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম জাহিদা আক্তার মৌসুমী ও মোঃ শাহাদাত হোসেনের উপস্থিতিতে চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বাবরের পারিবারিক কবরস্থান থেকে মারজিয়া আক্তারের লাশ উত্তোলন করা হয়। এ সময় চাটখিল ও খিলগাও থানার পুলিশ কর্মকর্তাসহ মেয়ের বাবা, চাচা ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা খিলগাও থানার এসআই আবদুর রাজ্জাক জানান, গৃহকর্মী মারজিয়ার লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তারা লাশ নিয়ে শেরপুরের নালিতা বাড়ী চলে গেছে। তিনি আরও জানান, মামলায় মাহবুবুল আলম চৌধুরী ও তার স্ত্রীকে আসামী করা হয়েছে। আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে গৃহকর্মীকে দাফনের ১৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

আপডেট সময় : ০৯:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

মোঃ রুবেল: চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নে ঢাকা থেকে এনে বেওয়ারিশ হিসেবে গৃহকর্মীর লাশ দাফনের ১৫ দিন পর মঙ্গলবার কবর থেকে উত্তোলন করা হয়েছে। জানা যায়, রামনারায়নপুর ইউনিয়নের উত্তর রামদেবপুর গ্রামের মাহবুবুল হক চৌধুরী বাবরের ঢাকাস্থ বনশ্রী বাসায় গৃহকর্মী মারজিয়া (১৫) গৃহকর্মীর কাজ করতো। গত ৬ এপ্রিল গৃহকর্মী মারজিয়া বাবরের বাসায় মারা যায়। ৭ এপ্রিল ভোরে বাবর ওই গৃহকর্মীর লাশ নিয়ে গ্রামের বাড়ীতে আসে।

এ সময় বাবর জানান, তাদের বাসায় মৃগি রোকে গৃহকর্মী মারজিয়া মারা যায়। তিনি আরো জানান, মারজিয়ার মা-বাবার পরিচয় তাদের জানা নেই। তাই অনাথ মেয়েকে নিজেদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তড়িঘরি করে দাফনের পর তারা ঢাকায় চলে যায়। এতে জনমনে সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে বিভিন্ন গনমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এরপর ১২ এপ্রিল ঢাকার খিলগাঁও থানায় মেয়ের বাবা আবদুর রউফ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গৃহকর্মী মারজিয়ার বাড়ী শেরপুরের নালিতা বাড়ী থানার বনকুরা গ্রামে। তার বাবা আবদুর রউফ জানান, গত ১১ মাস পূর্বে তার মেয়ে বাবরের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে।

মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম জাহিদা আক্তার মৌসুমী ও মোঃ শাহাদাত হোসেনের উপস্থিতিতে চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বাবরের পারিবারিক কবরস্থান থেকে মারজিয়া আক্তারের লাশ উত্তোলন করা হয়। এ সময় চাটখিল ও খিলগাও থানার পুলিশ কর্মকর্তাসহ মেয়ের বাবা, চাচা ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা খিলগাও থানার এসআই আবদুর রাজ্জাক জানান, গৃহকর্মী মারজিয়ার লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তারা লাশ নিয়ে শেরপুরের নালিতা বাড়ী চলে গেছে। তিনি আরও জানান, মামলায় মাহবুবুল আলম চৌধুরী ও তার স্ত্রীকে আসামী করা হয়েছে। আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।