চাটখিল পৌর এলাকায় রাস্তা সংস্কারের কাজ উদ্ধোধন করলেন জাহাঙ্গীর আলম
- আপডেট সময় : ০৩:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮
- / ৪৯৯ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল পৌর সভায় ৩নং ওয়ার্ড সুন্দরপুর (পুর্ব) ও ১নং ওয়ার্ডের মির্জাপুর মুক্তিযোদ্ধা আবদুর রহিম উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক সংস্কারের কাজ উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। শনিবার সকালে রাস্তা সংস্কারের উদ্ধোধন শেষে পূর্ব সুন্দরপুর মৌলভী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। এ সময় মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, প্যানেল মেয়র আহসান হাবিব সমির, পৌর কাউন্সিলর নজির আহমেদ, আবুল খায়ের, গোলাম ছরোয়ার বাদশা, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি), আ’লীগ নেতা আবু তাহের চৌধুরী, যুবলীগ নেতা ফরিদ হোসেন, নুরে আলম জিকু, সাংবাদিক আবু তৈয়বসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জাহাঙ্গীর আলম পূর্ব সুন্দরপুর মৌলভী বাড়ী জামে মসজিদের নির্মান কাজে সহযোগিতা ও মৌলভী বাড়ী টু বদলকোট রোড পর্যন্ত রাস্তা পাকা করার ঘোষণা দেন।