চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবর, সেক্রেটারী কানন নির্বাচিত
- আপডেট সময় : ১২:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৩৯ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলা প্রেসক্লাবের নির্বাচন উপজেলা পরিষদ সভাকক্ষে (আজ) শনিবার শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ হয়েছে। নির্বাচন শেষে বিকালে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান বাবর (দৈনিক ভোরের পাতা), কামরুল ইসলাম কানন (আমাদের সময়) সাধারন সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি পদে ইয়াছিন চৌধুরী (দৈনিক আমাদের অর্থনীতি), আনিস আহমেদ হানিফ (ঢাকার ডাক), যুগ্ম সাধারন সম্পাদক পদে রিয়াজ খান (দৈনিক নোয়াখালীর খবর), স্বপন পাটোয়ারী (দৈনিক বর্তমান), সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন (দৈনিক জনতা), অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ (ডেইলী আওয়ার টাইম), প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম হাসান (দৈনিক প্রভাতী খবর), দপ্তর সম্পাদক আলী হোসেন হীরন (দৈনিক সন্ধ্যাবানী), ক্রীড়া সম্পাদক মাহবুর আলম (এশিয়ান টিভি) নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সদস্য-১ সভাপতি, সাংবাদিক ফোরাম (সংরক্ষিত), সদস্য-২, সাধারন সম্পাদক, সাংবাদিক ফোরাম (সংরক্ষিত), সদস্য-৩ মনির হোসেন সোহেল (দৈনিক গণমানুষের আওয়াজ), সদস্য- ফারিয়া (দৈনিক দেশ বার্তা), সদস্য-৫ শারমিন সাহরিয়ার ইতি (প্রতিদিন আমার সংবাদ) নির্বাচিত হন।









