চাটখিলে আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদকের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৪:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / ১৪৬ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলা আওয়ামীলীগের সদ্য পদত্যাগী সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর সোমবার সন্ধ্যায় চাটখিল পৌর সভাস্থ তার বাস ভবনে এক সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে জাকির হোসেন জাহাঙ্গীর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পদ থেকে পদত্যাগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন গত ১২ বছল দলের সাধারন সম্পাদক থেকে চাটখিল উপজেলার প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়নে ও পৌর সভার ৯ টি ওয়ার্ডে আওয়ামীলীগের শক্তিশালী অবস্থান তিনি তৈরী করেছেন।
তিনি আরও বলেন দলের ভিতর একটি কু-চক্রী মহল ষড়যন্ত্র করে তাকে দলীয় পদ থেকে পদত্যাগে বাধ্য করেছে। সে ক্ষেত্রে নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ,এম ইব্রাহিম ও সাবেক সাংসদ মাহমুদুর রহমান বেলায়েত এর তাকে নিয়ে বির্তকিত মন্তব্যে অভিমান থেকেই তিনি পদত্যাগ করেন।
জাকির হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তিনি সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে আ’লীগ করেছেন। ভবিষ্যতে তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দলের একজন সমর্থক হিসেবে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন।









