চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : চাটখিল সাংবাদিক ফোরাম এর উদ্যোগে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ঈদ পূর্নমিলনী বুধবার সন্ধ্যায় পৌর শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্ট এর হল রুমে অনুষ্ঠিত হয়।
চাটখিল সাংবাদিক ফোরাম এর সভাপতি ও যুগান্তর প্রতিনিধি অধ্যাপক আবু তৈয়ব এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারুক ছিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও এএসএম মোসা, উপজেলা আ’লীগ সেক্রেটারী জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ,এম আলী তাহের ইভু, ওসি মোঃ গিয়াস উদ্দিন।
এ ছাড়া বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান এইচ,এম বাকী বিল্লাহ, অধ্যক্ষ সাইফুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি বজলুর রহমান লিটন, আ’লীগ নেতা বিল্লাল চৌধুরী, মিজানুর রহমান (ভি.পি), উপজেলা প্রেসকাবের সভাপতি মিজানুর রহমান বাবর, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান নান্টু, কাউন্সিলর নাজ ফারুক, ছালেহ আহম্মদ সুমন, মোঃ মোরশেদ, ব্যাংক এশিয়া চাটখিল শাখার ম্যানেজার মিজানুর রহমান ভুলু, ইউনিয়ন ব্যাংক চাটখিল শাখার ম্যানেজার জয়নাল আবদিন মিলন, এনআরবিসি ব্যাংক চাটখিল শাখার ম্যানেজার সাখাওয়াত হোসেন, অধ্যাপক গালিব মোঃ ইকবাল, অধ্যাপক ফজলে রাব্বী, অধ্যাপক আবুল হোসেন, অধ্যাপক কাজী মোঃ ইসমাইল, সাংবাদিক ইয়াছিন চৌধুরী, আনিস আহমেদ, স্বপন পাটওয়ারী, রিয়াজ খান, আনোয়ারুল আজিম, মোঃ রুবেল, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার, পৌরসভার কর্মকর্তা নুর হোসেন প্রমুখ।