০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

চাটখিলে নান্দনিক মসজিদ উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৫ বার পড়া হয়েছে

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল: চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর-রমাপুর ও পূর্ব গোবিন্দপুরস্থ বাগে ইব্রাহীম দারুণ আযহার মাদরাসার সম্মুখে নান্দনিক নবনির্মিত আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ জামে মসজিদের কার্যক্রম শুক্রবার জুমার নামাজের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়েছে।

বক্তারপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও দানবীর এবং ইব্রাহিম নীট গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ এর উদ্যোগে এবং ইব্রাহিম নীট গার্মেন্টস এর অর্থায়নে ৩ তলা বিশিষ্ট এ মসজিদটি নির্মাণ করা হয়েছে।উদ্বোধনী জুমায় ঢাকা থেকে আগত খতিব মুফতি সামছুল হক এর ইমামতিতে এলাকার ও দূর দূরান্ত থেকে কয়েক হাজার মুসল্লি এসে নামাজ আদায় করেন।

মসজিদ নির্মাণে সার্বিক তত্তাবধায়নে থাকা উদিয়মান সমাজসেবক কাউছার আহমেদ কাজল জানান, ২০২৪ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। এ বছর পবিত্র মাহে রমজানে যেন রোজাদাররা সুন্দর ভাবে ইবাদাত বন্দেগী করতে পারে এ জন্য দ্রুততার সহিত মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। উদ্বোধনী জুমায় আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ জানান, এলাকার মুসল্লিদের এবাদত বন্দেগীর সুবিধার্থে এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। তাই এলাকার সকলের মসজিদ মনে করে রক্ষণাবেক্ষন করার জন্য সকলকে আহবান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে নান্দনিক মসজিদ উদ্বোধন

আপডেট সময় : ০৭:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

মো: রুবেল: চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর-রমাপুর ও পূর্ব গোবিন্দপুরস্থ বাগে ইব্রাহীম দারুণ আযহার মাদরাসার সম্মুখে নান্দনিক নবনির্মিত আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ জামে মসজিদের কার্যক্রম শুক্রবার জুমার নামাজের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়েছে।

বক্তারপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও দানবীর এবং ইব্রাহিম নীট গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ এর উদ্যোগে এবং ইব্রাহিম নীট গার্মেন্টস এর অর্থায়নে ৩ তলা বিশিষ্ট এ মসজিদটি নির্মাণ করা হয়েছে।উদ্বোধনী জুমায় ঢাকা থেকে আগত খতিব মুফতি সামছুল হক এর ইমামতিতে এলাকার ও দূর দূরান্ত থেকে কয়েক হাজার মুসল্লি এসে নামাজ আদায় করেন।

মসজিদ নির্মাণে সার্বিক তত্তাবধায়নে থাকা উদিয়মান সমাজসেবক কাউছার আহমেদ কাজল জানান, ২০২৪ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। এ বছর পবিত্র মাহে রমজানে যেন রোজাদাররা সুন্দর ভাবে ইবাদাত বন্দেগী করতে পারে এ জন্য দ্রুততার সহিত মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। উদ্বোধনী জুমায় আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ জানান, এলাকার মুসল্লিদের এবাদত বন্দেগীর সুবিধার্থে এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। তাই এলাকার সকলের মসজিদ মনে করে রক্ষণাবেক্ষন করার জন্য সকলকে আহবান জানান।