২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিলে দ্রুত স্কুল ভবনের কাজ শুরুর দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মো: রুবেল : চাটখিল উপজেলার রেজ্জাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের কাজ দ্রুত শুরু করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
আজ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে সহ¯্রাধিক নারী, পুরুষ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিরা মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করে।
এ সময় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন সোহেল, ইউপি আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুস ছাত্তার মাষ্টার, সহ-সভাপতি ওমর ফারুক, ছাত্রলীগ নেতা জসিম মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য শনিবার সকালে বিদ্যালয়ের জমি দাতাদের বাড়ীর রাস্তা ও পোষ্ট অফিসের চলাচলের পথ বহাল রেখে স্কুল ভবন নির্মানের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছিল।
এ ব্যাপারে ইউএনও দিদারুল আলম জানান, স্কুলের জমি দাতাদের বাড়ীর রাস্তা ও পোষ্ট অফিসে যাতায়াতের বিকল্প পথ রেখেই ভবন নির্মান করা হবে।
উপজেলা প্রকৌশলী আবদুর রহিম জানান, ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের জন্য ১ কোটি ৬ লক্ষ টাকা বরাদ্ধ হয়েছে। যাহা ইতি মধ্যে ঠিকাদারকে কার্য্যাদেশ দেয়া হয়েছে।
পাল্টা পাল্টি মানববন্ধন কর্মসূচীর কারনে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares