১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিলে অপহরনের ৬ দিনেও কলেজ ছাত্রী উদ্ধার হয়নি

Made with LogoLicious Add Your Logo App

মোঃ রুবেল :  চাটখিল উপজেলায় অপহরনের ৬ দিনেও কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত ওই ছাত্রী ১ ফেব্রæয়ারী সকাল ৯ টার দিকে বাড়ী থেকে স্থানীয় আবদুল ওয়াহাব ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্রী। উদ্বোধনী কাসে যোগ দিতে যাচ্ছিল। পথি মধ্যে পূর্ব থেকে উৎপেতে থাকা মোঃ ফাহাদ (২৫) সহ ৪/৫ জন সন্ত্রাসী ছাত্রীকে জোর পূর্বক একটি সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে যায়।
এ ব্যপারে ওই ছাত্রীর চাচা সুমন বাদী হয়ে ২ ফেব্রæয়ারী চাটখিল থানায় ৪ জনকে আসামী করে একটি অপহরন মামলা করেছে। মামলার বিবরনে জানা যায়, শ্রীনগর গ্রামের মৃত আবদুল লতিফ এর বখাটে ছেলে মোঃ ফাহাদ ওই ছাত্রীকে বিভিন্ন সময়ে উত্তক্ত করতো। সোমবার সকালে চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ভিকটিমকে উদ্ধার ও আসামীদেরকে গ্রেফতার করার জোর চেষ্টা অব্যাহত রয়েছে। অপহরনের ৬ দিনেও ছাত্রীকে উদ্ধার করতে না পারায় ছাত্রীর পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares