চাটখিলে বিএনপি নেতাকে অব্যাহতি- মিশ্র প্রতিক্রিয়া
- আপডেট সময় : ০২:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
মো: রুবেল: চাটখিল উপজেলা ও পৌরসভা কমিটি গঠনের ২ দিনের মধ্যে পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক বিকে হানিফকে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি’র সকল পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। চাটখিল পৌরসভার বিএনপি’র আহবায়ক মোস্তফা কামাল জানান, জেলা জমিটির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত এক চিঠিতে বিকে হানিফকে অব্যাহতির আদেশ দেয়া হয়েছে।
বিকে হানিফকে পৌরসভা যুগ্ম আহবায়ক থেকে অব্যাহতির খবরে স্থানীয় বিএনপি’র মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি’র অনেক নেতা দাবী করেছেন বিকে হানিফ গত ১৫-১৬ বছর দলের দুদিনে রাজপথে প্রতিবাদী ছিল। কি কারনে তাকে দল থেকে অব্যাহতি করা হয়েছে, তা জানা যায়নি।
উল্লেখ্য ৮ সেপ্টেম্বর রাতে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়। এর ২ দিন পর ১০ সেপ্টেম্বর বিকে হানিফকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।