চাটখিলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেট সময় : ১০:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৮৪ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলায় ২০২৫ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমুন নেছা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল পাচঁগাও মাহবুব সরকারী কলেজ এর অধ্যক্ষ মোঃ শওকত ইকবাল ফারুকী, চাটখিল থানার ওসি মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, চাটখিল কামিল মাদরাসার গভনিং বডির সভাপতি ও শিক্ষাবিদ জি এম সেলিম, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা জামায়াত আমীর মাওলানা মহি উদ্দিন হাছান প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৮৩ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।