২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিলে বিএনপি’র দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেফতার-৩

মো: রুবেল : চাটখিল পৌরসভার আলিয়া মাদ্রাসা সড়কের উপজেলা বিএনপি’র কার্যালয়ে দু’গ্রুপে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় চাটখিল থানা পুলিশ বাদী হয়ে ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে। চাটখিল থানার এস আই নুর আলম বাদী হয়ে এ মামলা করেন।

মামলার বিবরনে জানা যায়, শনিবার সন্ধ্যায় বিএনপি’র দলীয় কার্য্যালয়ে দু’গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ে বিএনপি’র নেতাকর্মীরা মারমুখী হয়ে পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদান করে। এ সময় তারা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে জন নিরাপত্তা বিঘিœত করার চেষ্টা চালায়।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পৌর বিএনপি’র সভাপতি মোস্তফা কামাল, সাধারন সম্পাদক দেওয়ান শামছুল আরেফিন শামীম, বিএনপি নেতা আহসানুল হক মাসুদ, লিয়াকত আলী ভুট্টো, শাহ জাহান রানাসহ ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও আরো শতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করা হয়েছে।

পুলিশ জানান, শনিবার রাতে মামলার আসামী হিসেবে পৌর সভার ভীমপুর গ্রামের মনির হোসেন, সৈকত ও মোহাম্মদপুর ইউনিয়নের রুস্তমকে গ্রেফতার করা হয়েছে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares