মোঃ রুবেল : নোয়াখালীর চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারী ডিগ্রী কলেজে ছাত্র সংসদের নামে আদায়কৃত ২২ লাখ টাকা দিয়ে অধ্যক্ষের গাড়ী কেনার সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারী কলেজে গেলে অধ্যক্ষ মনিরুল ইসলাম ছাত্র সংসদের নামে আদায়কৃত জমা টাকা দিয়ে গাড়ী কেনার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অধ্যক্ষ ও শিক্ষকদের ব্যবহারের জন্য ওই গাড়ী কেনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও জানান, ওই ২২ লাখ টাকা দিয়ে গাড়ী কেনা সম্ভব হচ্ছে না। তাই গাড়ী কেনার জন্য অতিরিক্ত টাকা সরকার থেকে বরাদ্ধের জন্য চেষ্টা করা হচ্ছে। এ দিকে ছাত্র সংসদের নামে আদায়কৃত টাকা দিয়ে শিক্ষকদের জন্য গাড়ী কেনার বিষয়ে জোর আপত্তি জানিয়েছে ছাত্র নেতাসহ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবী ছাত্রদের জমানো টাকা দিয়ে শিক্ষকদের জন্য গাড়ী কেনা কোন অবস্থাতেই ঠিক নহে। তাদের দাবী ওই টাকা দিয়ে ছাত্রদের কল্যানে ব্যায় করতে হবে। এ ব্যাপারে কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র ছাত্রলীগ নেতা বজলুর রহমান জসিম জানান, ছাত্রদের নিকট থেকে আদায়কৃত ওই টাকা দিয়ে শিক্ষকদের জন্য গাড়ী কেনা কোন ভাবে উচিত হবে না। কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ছিফাত উল্যা এ ব্যাপারে তীব্র প্রতিবাদ করে জনান, ছাত্রদের জমানো টাকা দিয়ে শিক্ষকদের জন্য গাড়ী কেনা বিলাসিতার সামিল। তিনি ওই টাকা দিয়ে সাধারন ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য বাস ক্রয় করার দাবী জানান। ছাত্র সংসদের জমানো টাকা দিয়ে শিক্ষকদের জন্য গাড়ী কেনার বিষয়টি জানা জানি হলে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিবাদে ঝড় উঠেছে। উল্লেখ্য ১৯৯৩ সালে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারী ডিগ্রী কলেজে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সংসদের মেয়াদ কাল ১৯৯৫ সালে শেষ হয়ে যায়। ১৯৯৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছাত্র সংসদের নামে আদায়কৃত ওই টাকার পরিমান ২২ লাখ টাকায় গিয়ে দাঁড়ায়। অধ্যক্ষ মনিরুল ইসলাম জানান,২০১৭ সাল থেকে ছাত্র সংসদের নামে আর কোন টাকা আদায় করা হচ্ছে না।