চাটখিলে অষ্ট্রেলিয়া প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও ঘর তৈরীতে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৪:০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ৩৫ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে অষ্ট্রেলিয়া প্রবাসী নজরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ ও বাড়ীতে ঘর নির্মানে বাধা দেওয়ার প্রতিবাদে চাটখিলে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে চাটখিল সাংবাদিক ফোরাম কার্য্যালয়ে নজরুলের পক্ষে তারই জেঠাতো ভাই মোঃ আলম এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আলম জানান, প্রবাসী নজরুলের বড় ভাই শামছুল ইসলাম ও তার ছেলে পলাশ একদল বহিরাগত সন্ত্রাসী দিয়ে নজরুলের বশতঘর ভাংচুর করে ঘরের সকল আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এ ছাড়া নতুন করে ঘর নির্মানে শামছুলসহ তার অপরা অপর ভাইয়েরা বাধা প্রদান করছে। এ ছাড়া অতি সম্পতি শামছুল ইসলাম বিভিন্ন গন মাধ্যমে নজরুলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করছে। সংবাদ সম্মেলনে প্রবাসী নজরুলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদ জানানো হয়।