০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

দুবাইতে ৪তলা থেকে পড়ে চাটখিলের সাইফুলের মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮
  • / ৪৭৭ বার পড়া হয়েছে

মো: রুবেল : সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে কাজ করতে গিয়ে ৪ তলা থেকে পড়ে সাইফুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশীর করুন মত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার বিকেলের। সাইফুল চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের সুলতান ভুইয়া বাড়ির মৃত খোরশেদ আলম ভুইয়ার একমাত্র ছেলে।

সাইফুলের চাচাত ভাই ফখরুল ভুইয়া  জানান, সে প্রায় ৭ বছর আগে দুবাইতে কাজের সন্ধানে যায়। সেখানে ফ্রি ভিসায় কাজ করতো সাইফুল। বৃহস্পতিবার বিকেলে সেখানকার একটি ভবনের ৪তলায় কাজ করতে গেলে সে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার কিছুক্ষন পরেই সেখানে অবস্থান করা তাদের পাশ্ববর্তী গ্রাম শ্রীপুরের রাশেদ টেলিফোনে তাদের পরিবারকে সাইফুলের মৃত্যু সংবাদ দেয়।

সাইফুলের পরিবার সম্পর্কে জানা যায়, মৃত খোরশেদ আলম ভুইয়ার৪ মেয়ে ১ ছেলের মধ্যে সে ছিল ১ মাত্র ছেলে। মা ও স্ত্রী মুন্নি আক্তার এবং রামিসা(৬) ও রাইসা (২) নামক  দুই শিশু কন্যা নিয়ে ছিল তার সংসার।

এলাকায় বন্ধুবৎসল হিসেবে পরিচিত সাইফুলের দুর্ঘটনাজনিত এমন মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্য শোকের ছায়া বিরাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুবাইতে ৪তলা থেকে পড়ে চাটখিলের সাইফুলের মৃত্যু

আপডেট সময় : ০৬:৪২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮

মো: রুবেল : সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে কাজ করতে গিয়ে ৪ তলা থেকে পড়ে সাইফুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশীর করুন মত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার বিকেলের। সাইফুল চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের সুলতান ভুইয়া বাড়ির মৃত খোরশেদ আলম ভুইয়ার একমাত্র ছেলে।

সাইফুলের চাচাত ভাই ফখরুল ভুইয়া  জানান, সে প্রায় ৭ বছর আগে দুবাইতে কাজের সন্ধানে যায়। সেখানে ফ্রি ভিসায় কাজ করতো সাইফুল। বৃহস্পতিবার বিকেলে সেখানকার একটি ভবনের ৪তলায় কাজ করতে গেলে সে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার কিছুক্ষন পরেই সেখানে অবস্থান করা তাদের পাশ্ববর্তী গ্রাম শ্রীপুরের রাশেদ টেলিফোনে তাদের পরিবারকে সাইফুলের মৃত্যু সংবাদ দেয়।

সাইফুলের পরিবার সম্পর্কে জানা যায়, মৃত খোরশেদ আলম ভুইয়ার৪ মেয়ে ১ ছেলের মধ্যে সে ছিল ১ মাত্র ছেলে। মা ও স্ত্রী মুন্নি আক্তার এবং রামিসা(৬) ও রাইসা (২) নামক  দুই শিশু কন্যা নিয়ে ছিল তার সংসার।

এলাকায় বন্ধুবৎসল হিসেবে পরিচিত সাইফুলের দুর্ঘটনাজনিত এমন মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্য শোকের ছায়া বিরাজ করছে।