সংবাদ শিরোনাম ::
চাটখিলে শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বর্জন
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৪:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৭ বার পড়া হয়েছে
মো: রুবেল: চাটখিল উপজেলার মল্লিকা দিঘীরপাড় ফাজিল মাদ্রাসার শিক্ষক হুমায়ন কবির দেওয়ানের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার থেকে ওই মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। রোববার ১০ টার দিকে পরীক্ষা শুরুর আগ মূহুর্তে শিক্ষার্থীরা শিক্ষক হুমায়ন কবির এর পদত্যাগের দাবীতে পরীক্ষার কক্ষ থেকে বের হয়ে পড়ে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান শিক্ষার্থীদের পরীক্ষা বর্জনের কথা স্বীকার করেন। অধ্যক্ষ আরও জানান, এ ব্যাপারে বোরবার দুপুরে মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়াছিন এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে নীতিমালা অনুসরন করে পদত্যাগের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।