চাটখিলে ছাত্রী ধর্ষনের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার
- আপডেট সময় : ০৫:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ৭৩ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে একটি কাওমী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রী (১১) কে ধর্ষনের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা সাখাওয়াত উল্যা (৩৭) কে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
জানা যায়, বুধবার মাদ্রাসার আবাসিকে থাকা ছাত্রীদের মধ্য থেকে ভিকটিম ওই ছাত্রীকে কৌশলে শিক্ষক সাখওয়াত ডেকে নিয়ে পাশ্ববর্তী একটি কক্ষে ওই ছাত্রীকে ধর্ষন করে। এ ঘটনা জানা জানি হলে শুক্রবার রাতে স্থানীয় এলাকাবাসী মাদ্রাসার শিক্ষক সাখাওয়াতকে গনপিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও সেনা বাহিনী ঘটনাস্থলেল পৌঁছে শিক্ষক সাখাওয়াতকে উদ্ধার করে প্রথমে চাটখিল সরকারী হাসপাতাল ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছে। তিনি আরো জানান, আটক শিক্ষককে চিকিৎসা শেষে জেল হাজতে পাঠানো হবে।