চাটখিলে স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন এমপি এইচ,এম ইব্রাহিম
- আপডেট সময় : ০১:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
- / ৫৩০ বার পড়া হয়েছে
মোঃ রুবেল : চাটখিল উপজেলার মির্জাপুর মুক্তিযোদ্ধা আবদুর রহিম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি এইচ,এম ইব্রাহিম। শুক্রবার বিকালে ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি সর্দার আলম সুলীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী- ১ আসনের সংসদ সদস্য এইচ,এম ইব্রাহিম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কমিশনার অ্যাডভোকেট নাজমা আক্তার কাউছার, সহকারী কমিশনার (ভূমি), শান্তনু কুমার দাস, সাবেক ভিপি নিজাম উদ্দিন, অধ্যাপক আবু তৈয়ব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক ছিদ্দিকী ফরহাদ। এছাড়া বক্তব্য রাখেন রতন সরকার, সোহেল প্রমূখ। সভায় উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরাসহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়া এমপি এইচ,এম ইব্রাহিম সড়ক পথে পূর্ব সুন্দরপুর মৌলভী বাড়ীর জামে মসজিদের পূর্ন নির্মান কাজ পরিদর্শন করেন।