চাটখিলের প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা আতিক উল্যাহ বিএসসি’র দাপন সম্পন্ন
- আপডেট সময় : ০৯:১৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
- / ৮৪০ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলার আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মোহাম্মদপুর ইউনিয়নের পরিষদের সাবকে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিক উল্যা বিএসসি (৭৮) সোমবার বিকেল ৫ টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না———— রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রেখে যান। সোমবার সকাল ১০ টায় স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘ দিন চাটখিল কামিল মাদরাসায় বিএসসি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ,এম ইব্রাহিম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী জাকির হোসেন জাহাঙ্গীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।