২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ


সোনাইমুড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো: রুবেল : সোনাইমুড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রিড়া সংস্থার সভাপতি টিনা পালের সভাপতিত্বে ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, জেলা আওয়ামীলীগ সদস্য ভিপি নুরুল হক চৌধুরী, ওসি নাসিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী মোঃ আনোয়ার হোসেন, সহকারী কর্মকর্তা রওশন ফেরদৌস, ফয়সাল আহমেদ, ইন্সট্রাক্টর ইউআরসি মাহবুব আলম।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব, সহ-সভাপতি মিজানুর রহমান মির্জু, ম্যাচ কমিশনার বাবু ক্ষুদিরাম পাল, উপজেলা যুবলীগ আহŸায়ক খলিলুর রহমান, যুগ্ম আহŸায়ক এসএম তৌহিদ হাজারী, ইয়াছিন ভূঁইয়া, দেলোয়ার হোসেন রুবেল। ফাইনাল খেলায় বঙ্গবন্ধু ফুটবলে সোনাইমুড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়  ৩-০ গোলে সোনাপুর আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বঙ্গমাতা ফুটবলে বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ঘোষকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। টুর্নামেন্টে  সর্বোচ্চ (৮) গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সোনাইমুড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  খেলোয়াড়  হৃদয় ।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares