১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
চাটখিলে আ’লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতা গ্রেফতার চাটখিলে ২ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দি‌য়ে দেড় লাখ টাকা জরিমানা চাটখিলে আ’লীগের লিফলেট বিতরন করার অভিযোগে ২ ছাত্রলীগ কর্মী গ্রেফতার ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের শুজব শুনে চাটখিলে আ’লীগের শোডাউন, গ্রেফতার ২ চাটখিল থানা থেকে লুট হওয়া রাইফেল পুকুর থেকে উদ্ধার চাটখিলে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার চাটখিলে ২ নারী মাদক কারবারি ১৬০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার চাটখিলে জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালিত চাটখিলে অবৈধ দোকান উচ্ছেদ, ৫ হাজার টাকা জরিমানা চাটখিলে বিএনপি নেতার কম্বল বিতরন

২০ হাজার টাকার মধ্যে ডেস্কটপ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
  • / ৭১৮ বার পড়া হয়েছে

মো: রুবেল : বাজেট কম কিন্তু দরকার ডেস্কটপ কম্পিউটার। বাসা বা অফিসের জন্য এমন কম্পিউটার তো লাগেই। ২০ হাজার টাকার মধ্যে ব্র্যান্ডের ডেস্কটপ কম্পিউটার তেমন পাওয়া যাবে না। তবে এই বাজেটে আর কম্পিউটার বাজারে গিয়ে বিভিন্ন যন্ত্রাংশ পছন্দ করে সংযোজিত বা ক্লোন কম্পিউটার বানিয়ে নিতে পারেন।

আপনার কম্পিউটারটি যেমন হতে পারে
প্রসেসর: ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই থ্রি। দাম চার হাজার টাকা।
মাদারবোর্ড: এইচ৬১। দাম তিন হাজার ৫০০ টাকা।
মনিটর: ১৯ ইঞ্চি। দাম ৫ হাজার ৫০০ টাকা।

হার্ডডিস্ক ড্রাইভ: ৫০০ গিগাবাইট। দাম এক হাজার ৫০০ টাকা।
র‌্যাম: এক হাজার ৫০০ টাকা।
ডিভিডি রাইটার: এক হাজার টাকা।
কি–বোর্ড: ৫০০ টাকা।
মাউস: ৩০০ টাকা।
স্পিকার: ২ পিস। ৫০০ টাকা।
মোট: দাম ১৮ হাজার ৩০০ টাকা।

 এভাবে আপনি বানিয়ে নিতে পারেন আপনার ডেস্কটপ কম্পিউটার। আপনি পছন্দমতো মনিটর, প্রসেসর, মাদারবোর্ড, স্পিকার, মাউস, কি–বোর্ড, ডিভিডি রাইটার, র‌্যাম ইত্যাদি কিনতে পারেন। এ ক্ষেত্রে দাম কিছুটা কম–বেশি হতে পারে।

 রায়ানস আইটি লিমিটেডের হার্ডওয়্যার সুপারভাইজার মেহেদী হাসান বলেন, একজন ক্রেতা বাসা বা অফিসের কাজের জন্য কম বাজেটেই কিনতে পারেন ডেস্কটপ কম্পিউটার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২০ হাজার টাকার মধ্যে ডেস্কটপ

আপডেট সময় : ০৩:৪৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯

মো: রুবেল : বাজেট কম কিন্তু দরকার ডেস্কটপ কম্পিউটার। বাসা বা অফিসের জন্য এমন কম্পিউটার তো লাগেই। ২০ হাজার টাকার মধ্যে ব্র্যান্ডের ডেস্কটপ কম্পিউটার তেমন পাওয়া যাবে না। তবে এই বাজেটে আর কম্পিউটার বাজারে গিয়ে বিভিন্ন যন্ত্রাংশ পছন্দ করে সংযোজিত বা ক্লোন কম্পিউটার বানিয়ে নিতে পারেন।

আপনার কম্পিউটারটি যেমন হতে পারে
প্রসেসর: ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই থ্রি। দাম চার হাজার টাকা।
মাদারবোর্ড: এইচ৬১। দাম তিন হাজার ৫০০ টাকা।
মনিটর: ১৯ ইঞ্চি। দাম ৫ হাজার ৫০০ টাকা।

হার্ডডিস্ক ড্রাইভ: ৫০০ গিগাবাইট। দাম এক হাজার ৫০০ টাকা।
র‌্যাম: এক হাজার ৫০০ টাকা।
ডিভিডি রাইটার: এক হাজার টাকা।
কি–বোর্ড: ৫০০ টাকা।
মাউস: ৩০০ টাকা।
স্পিকার: ২ পিস। ৫০০ টাকা।
মোট: দাম ১৮ হাজার ৩০০ টাকা।

 এভাবে আপনি বানিয়ে নিতে পারেন আপনার ডেস্কটপ কম্পিউটার। আপনি পছন্দমতো মনিটর, প্রসেসর, মাদারবোর্ড, স্পিকার, মাউস, কি–বোর্ড, ডিভিডি রাইটার, র‌্যাম ইত্যাদি কিনতে পারেন। এ ক্ষেত্রে দাম কিছুটা কম–বেশি হতে পারে।

 রায়ানস আইটি লিমিটেডের হার্ডওয়্যার সুপারভাইজার মেহেদী হাসান বলেন, একজন ক্রেতা বাসা বা অফিসের কাজের জন্য কম বাজেটেই কিনতে পারেন ডেস্কটপ কম্পিউটার।