২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিলে পাল্লা- চিতোশি সড়কের বেইলি ব্রিজটির বেহাল দশা

মো: রুবেল : চাটখিল উপজেলার পাল্লা- চিতোশি সড়কের পাল্লা বাজার সংলগ্ন বেইলি ব্রিজটির বেহাল দশা। সরজমিনে গিয়ে দেখা যায়, পাল্লা বাজারে সংলগ্নে অবস্থিত ব্রিজটির বেহাল এই ব্রিজ দিয়ে প্রতিদিন ২ হাজারের বেশি ভারী ও হালকা জান চলাচল করছে। এর পাশেই রয়েছে পাল্লা মাহাবুব উচ্চ বিদ্যালয় সহ ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন হাজার হাজার ছাত্র-ছাত্রী এই ব্রিজটি দিয়ে ঝুকি নিয়ে চলাচল করছে। প্রতি দিন দুই একটি ছোট বড় দূর্ঘটনা ঘটেই চলেছে।
পাল্লা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদুর রহমান জানান, এই ব্রিজটি দির্ঘ ২৭ বছর আগে নির্মান করা হয়েছিল। কিন্তু অদ্যবদি এই ঝুকিপূর্ন ব্রিজটির কোন সংস্কার করা হয়নি এবং বর্তমানে ব্রিজটি আামদের জন্য মরন পাদ হয়ে আছে। যে কোন মুহুর্তে বড় দরনের দূর্ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, এই ব্রিজ দিয়ে জান চলাচলসহ প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রী ও বাজারের ব্যবসায়ী ক্রেতা-বিক্রেতারা এবং অফিস গামিরা ঝুকি নিয়ে যাতায়াত করতে হয়। ব্রিজটি নির্মানে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে নজর দেয়া একান্ত জরুরী হয়ে পড়েছে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares