২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিলে বন্ধুকযুদ্ধে মাদক কারবারী নিহত, তিন পুলিশ আহত, অস্ত্র উদ্ধার

মো: রুবেলঃ  চাটখিলে পুলিশ সাথে কথিত বন্ধুক যুদ্ধে মাদক কারবারী মনির হোসেন ওরপে কসাই মনির নিহত হয়েছে। রোববার রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান,  রোববার রাত ১০ টার দিকে ১৬ মামলার আসামী মনির হোসেনকে আটক করা হয়। তিনি জানান রাতে মনিরকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে বের হলে রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর নামক স্থানে পৌছলে মনিরকে ছিনিয়ে নিতে তার বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছৌঁড়ে। এ সময় ঘটনাস্থলেই মনির নিহত হয়।

এতে চাটখিল থানার এসআই কৃষ্ণ কুমার, এএসআই আবদুল ওয়াদুধ ও এমদাদ আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।

মনির ৩নং পরকোট দশঘরিয়া ইউনিয়নের পরকোট গ্রামের নুরুজ্জামানের ছেলে বলে জানা গেছে।

মনিরের ভাই জামাল সাংবাদিকদেরকে বলেন মনির মাদকসেবী হলেও মাদক ব্যবসায়ী ছিল না। তাকে এ পথ থেকে ফেরানোর জন্য তারা বার বার চেষ্টা করেও ব্যর্থ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির বিএনপি’র সহযোগী সংগঠন শ্রমিকদলের সাথে জড়িত ছিল।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares