২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিল পৌরসভায় গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর ভিত্তি প্রস্তর স্থাপন

মো: রুবেল : নোয়াখালীর প্রথম শ্রেনীর চাটখিল পৌরসভায় গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ওভার হেড ট্যাংক এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ,এম ইব্রাহিম।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় ধলাপুল নামক স্থানে চাটখিল পৌর সভার মেয়র ভিপি নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ এইচ,এম ইব্রাহিম।

এ সময় চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোঃ মোসা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ,এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহীন, চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি বজলুর রহমান লিটন, সেক্রেটারী জসিম উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিন জানান, আইডিবি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৬০ কোটি টাকা ব্যায়ে এ প্রকল্পের কাজ শেষ হবে।  তিনি আরও জানান প্রকল্পের প্রথম ধাপের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। পর্যায় ক্রমে পৌর এলাকার সকল বাসিন্দা বিশুদ্ধ পানির ব্যবহারের সুবিধা পাবে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares