চাটখিলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট সময় : ১০:০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ২৯ বার পড়া হয়েছে
মো: রুবেল: চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের লামচরী গ্রামের চাঁদ মিয়া ভূইয়া বাড়ীর গ্রীস প্রবাসী কামাল হোসেনের স্ত্রী ফাতেমা আক্তারের রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় লামচরী গ্রামের স্বামীর বসত ঘর থেকে পুলিশ ফাতেমার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
ফাতেমার ভাসুর স্বপনসহ অন্যান্যরা জানান, ফাতেমা আত্মহত্যা করেছে। জানা যায়, ২০১২ সালে পারিবারিক ভাবে কামাল হোসেনের সাথে পাশ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার ভানুয়াই গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে ফাতেমার বিয়ে হয়। তাদের নিরব (৯) ও আদিল (৪) নামের দুইটি ছেলে রয়েছে। ফাতেমার ভাই শামীম দাবী করে বলেন, তার বোনের ভাসুর স্বপনসহ পরিবারের সদস্যরা ফাতেমাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ফাতেমরা ভাসুর স্বপন এর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল।স্বপনের ২য় স্ত্রীর সাথে এ নিয়ে ঘটনার ২ দিন আগে ফাতেমার ঝগড়া হয়। ধারনা করা হচ্ছে, ভাসুরের সাথে অবৈধ সম্পর্কের ঘটনা জানাজানি হওয়ায় ফাতেমা আত্মহত্যা করেছে। এ ঘটনার তদন্ত কারী কর্মকর্তা চাটখিল থানার এসআই রমজান আলী জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
চাটখিল থানার ওসি আবুল খায়ের জানান, সোমবার সকালে ফাতেমার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রির্পোট পেলে ফাতেমার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।