চাটখিলে নিখোঁজের ১০ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, অভিযুক্ত চাচাত ভাই গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ৩৩ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রাম থেকে নিখোঁজের ১০ দিন পর এক শিশুর (৫) মরদেহ শনিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষনের পর হত্যা করে লাশ শৌচাগারের ট্যাংকে ফেলে দেয়ার অভিযোগে ওই শিশুর চাচাত ভাই বখাটে শাহাদাত হোসেন (২২) কে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শাহাদাত শিশু আসমা (৫) কে প্রথমে ধর্ষন করে ও পরে শ্বাসরোধ করে হত্যা করার কথা পুলিশের নিকট স্বীকার করেছে রোববার সকালে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ২৪ মার্চ দুপুরে মেঘা গ্রামের শাহজাহানের মেয়ে আসমা আক্তার (৫) নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার পিতা শাহজাহান চাটখিল থানায় জিডি করেন। শুক্রবার (১ এপ্রিল) পুলিশ একই বাড়ীর বাবুলের ছেলে ওই শিশুর চাচাত ভাই বখাটে শাহাদাত হোসেনকে সন্দেহজনক ভাবে থানায় আটক করে সিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে শাহাদাত শিশু আসমাকে হত্যা ও ধর্ষনের কথা পুলিশের নিকট স্বীকার করে। তার স্বীকারোক্তি মোতাবেক শনিবার রাত ১২ টারপর পুলিশ আসমার মরদেহ বাড়ীর পিছনের শৌচাগার থেকে উদ্ধার করে। চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন রোববার দুপুরে এ প্রতিনিধিকে জানান, অভিযুক্ত শাহাদাত হোসেন শিশুটিকে ধর্ষনের পর হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বখাটে শাহাদাতের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছে।