২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ


আজানের ধ্বনিতে মুখরিত নিউজিল্যান্ড, নামাজে হাজারো মানুষের ঢল

মো: রুবেল :  নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শুক্রবার (১৫ মার্চ) আল নূর ও লিনউড মসজিদে হামলা চালিয়ে ৫০ জন মুসল্লিকে হত্যা করে অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন টারান্টওই হামলার এক সপ্তাহ পর দেশটির স্থানীয় সময় আজ শুক্রবার হাজারো মুসল্লি আল নূর মসজিদে জুমার নামাজ আদায় করেছেন

দেশটির রেডিও ও টেলিভিশন শুক্রবারের সেই জুমার নামাজ সরাসরি সম্প্রচার করেছে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে দুই মিনিট নীরবতাও পালন করা হয়েছে।

হাজারো মুসল্লিদের আজানের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ক্রাইস্টচার্চ।

এছাড়া হামলায় নিহত মুসল্লিদের স্মরণ ও শ্রদ্ধা ও নিউজিল্যান্ডের মুসলমানদের সংহতি জানাতে নূর মসজিদের সামনে হ্যাগলি পার্কে জড়ো হয় হাজারো মানুষ। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, আমরা সবাই এক, নিউজিল্যান্ডের সবাই আপনাদের সঙ্গে ব্যথিত।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares