মোঃ রুবেল : বল টেম্পারিংয়ের শাস্তি পর্যালোচনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা সফরে সম্প্রতি অস্ট্রেলিয়া দলের বল টেম্পারিংয়ের ঘটনার পর এ র্যালোচনার সিদ্ধান্ত নেয় আইসিসি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট বল টেম্পারিং করায় স্টিভ স্মিথও ডেভিড ওয়ার্নারকে এক বছর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এ ছাড়া দলের ওপেনিং ব্যাটসসম্যান ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করেছে নয় মাসের জন্য। আরচরণ বিধি অনুযায়ী বল টেম্পারিংয়ের অপরাধে কোন খেলোয়াড়কে ম্যাচ ফি’র শতভাগ জরিমানা ও এক ম্যাচের বেশি নিষিদ্ধ করতে পারে না আইসিসি। কিন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া এ তুলনায় অনেক বেশি শাস্তি দিয়েছে তিন খেলোয়াড়কে। আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেন, ‘এভাবে ক্রিকেট খেলা হলে একটা সময়ে বিপদে পড়তে হবে। শুধু অস্ট্রেলিয়াই নয় পুরো ক্রিকেট বিশ্বই বল টেম্পারিংয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। এ ব্যাপারে আমাদের দৃষ্টি দেয়া প্রয়োজন।’