মোঃ রুবেল : দুনিয়া কাঁপানো বল টেম্পারিংয়ের ঘটনায় কঠোর শাস্তিই পেলেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। তীব্র সমালোচনার মুখে আগেই জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে বুধবার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)। বল টেম্পারিং কেলেঙ্কারির আরেক খলনায়ক ক্যামেরন ব্যানক্রফট পেয়েছেন নয় মাসের নিষেধাজ্ঞা। একই দিনে এবারের আইপিএলেও স্মিথ ও ওয়ার্নারকে নিষিদ্ধ ঘোষণা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের তৃতীয়দিনে বল বিকৃতির চেষ্টার সময় টিভি ক্যামেরায় ধরা পড়ে যান ব্যানক্রফট। সেদিনই এমন জঘন্য প্রতারণার দায় স্বীকার করে স্মিথ জানিয়েছিলেন, দলের লিডারশিপ গ্রুপের সিদ্ধান্তেই বল টেম্পারিংয়ের পরিকল্পনা করা হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে এ ঘটনার সঙ্গে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট ছাড়া দলের অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ না মেলায় শাস্তি এড়াতে পেরেছেন কোচ ড্যারেন লেম্যান।