মো: রুবেল: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে চাটখিল উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নের ৩ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
প্রতিদ্বন্ধি প্রার্থীরা হচ্ছেন, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সাংসদ এইচ,এম ইব্রাহিম। তিনি খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামের বাসিন্দা। অপর প্রার্থী হচ্ছেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী-১ আসনে প্রার্থী হয়েছেন তিনি খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা। এ ছাড়া খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের বাসিন্দা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ সুমন মশাল প্রতিক নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ন হয়েছেন। গত ১০ বছর এইচএম ইব্রাহিম জাতীয় সংসদ সদস্য হিসেবে রয়েছেন।
এলাকাবাসী মনে করেন এবারও খিলপাড়া ইউনিয়ন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন। তবে গত দু’বার এইচ এম ইব্রাহিম যত সহজে এমপি নির্বাচিত হয়েছেন, এবার তা হবে না। এ বারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সাথে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন এইচ এম ইব্রাহিম।