মো: রুবেল : চোটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে অবস্থিত শ্রীরায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একটি ঝুঁকিপূর্ন ভবনে পাঠদান করানো হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, শ্রীরায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ন ভবনটি ১৯৯৫-১৯৯৬ অর্থ বছরে এলজিইডি কর্তৃক ওই ভবনটি নির্মান করা হয়েছে। ভবনটির বর্তমান যে অবস্থা যে কোন মুহুর্তে ভবনটি ধসে পড়তে পারে। ভবনটির ৪ টি কক্ষে ৩য়, ৪র্থ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের পাঠদান করা হয়। কক্ষ গুলিতে প্রতিনিয়ত কক্ষের উপরের অংশ থেকে প্লাষ্টার গুলো খসে পড়ছে।
এ ব্যাপারে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউল কবির জানান, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ন ভবনটির ব্যাপারে উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ে জানানো হয়েছে। কিন্তু কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। এ ব্যাপারে চাটখিল উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারী জানান, শ্রীরায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ন ভবনটির তদন্ত করা হয়েছে। জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।