১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ


ফেনীতে ধর্ষনের অভিযোগে দুই বখাটে আটক

মো: রুবেল : ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার বিকেলে অভিযুক্ত দুই বখাটেকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দাগনভূঞায় প্রবাসীর স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে আসেন তার দেবরসহ। ওই রাতে দেবরের সাথে ভাবীর অবৈধ সম্পর্কের অভিযোগ তোলেন একই বাড়ির সেলুন দোকানদার নিপুন চন্দ্র দাস। এসময় নিপুন তার বন্ধু সাইফুল ইসলামকে ঘটনাটি অবহিত করলে রাতে তারা জোরপূর্বক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে মিথ্যা অভিযোগ তুলে সাইফুল ও নিপুন মা-মেয়েকে ধর্ষণ করে। সাইফুল ইসলাম পার্শ্ববর্তী বাড়ির জয়নাল আবেদিনের ছেলে। নিপুন চন্দ্র দাস জেলে বাড়ির প্রভাত চন্দ্র দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, সাইফুল ইসলাম এলাকার চিহ্নিত বখাটে। তার বিরুদ্ধে চুরি-ডাকাতি-ছিনতাই ও ইভটিজিংসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নির্যাতিত পরিবার দাগনভূঞা থানায় মামলা দায়ের করলে পুলিশ দুজনকে আটক করে। নির্যাতিতরা পুলিশ হেফাজতে রয়েছে। রোববার ফেনী সদর হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares