সোনাইমুড়ীতে দীপ্ত বাংলা মেধা বৃত্তি প্রদান
- আপডেট সময় : ০৩:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮
- / ৪৫০ বার পড়া হয়েছে
মোঃ রুবেল : সোনাইমুড়ীতে দীপ্ত বাংলাদেশ এর উদ্যোগে শুক্রবার সকালে বাংলাবাজার মনি কমিউনিটি সেন্টারে দীপ্ত বাংলা মেধা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল। দীপ্ত বাংলা মেধা বৃত্তি পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে পরিক্ষা নিয়ন্ত্রক কাজী নুরনবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী হামিদীয়া কামিল মাদ্রাসা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আফম বাবুল বাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোশারেফ হোসেন, রুবির হাঠ বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় সভাপতি এমদাদুল হক চৌধুরী,বিশিষ্ট সমাজসেবক হাজী আবুল কালাম, বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল মনসুর সেলিম, এডভোকেট কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক মানিক।এসময় উপস্থিত ছিলেন দীপ্ত বাংলাদেশের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ ১৪০জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।