চকবাজারে আগুনে পুঁড়ে নিহতদের মধ্যে সোনাইমুড়ীরই ১৫ জন
- আপডেট সময় : ০৯:৪৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৫৬ বার পড়া হয়েছে
মোঃ রুবেল : ঢাকার চকবাজারে সহোদরসহ নোয়াখালীর সোনাইমুড়ীর অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্বজনদের মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মাঝে বিরাজ করছে শোকের স্তব্দতা। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে ধারনা করা হচ্ছে।
চকবাজার থেকে সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের বাসিন্ধা ব্যবসায়ী মিলন জানান, ঘটনার সময় নিহতরা সবাই ভবনগুলোতেই ছিলো। আগুন লাগার পর তারা আর বের হতে পারেনি।
নিহত ১৫ জনের মধ্যে ৭ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন-সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত মমিন উল্যাহর পুত্র শাহাদাত হোসেন হিরা(৩০), গাউছ মিয়ার পুত্র নাছির উদ্দিন(২৮), আবদুর রহিমের পুত্র আনোয়ার হোসেন মঞ্জু(৩৫), ঘোষকামতা গ্রামের সহোদর ভাই সাহাব উদ্দিনের পুত্র মাসুদ রানা(৩৫) ও রাজু(২৮) এবং বারগাঁও ইউনিয়নের কৃষ্মপুর গ্রামের আনোয়ার হোসেন(৩০) এবং সিদ্দিকুল্লাহ (৫০)। বাকিদের মৃতদেহগুলো আগুনে অঙ্গার হয়ে যাওয়ায় পরিচয় সনাক্ত করা যাচ্ছেনা।









