৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিলে বাস কাউন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

dav

মো: রুবেল : ঈদের ৬ দিন পরও চাটখিল- ঢাকা মহাসড়কে যাত্রীদের নিকট থেকে ৩৫০ টাকার স্থলে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে।

মঙ্গলবার (আজ) সকালে চাটখিল-ঢাকা মহাসড়কে চলাচলকারী আল-বারাকা পরিবহন, হিমালয় পরিবহন ও হিমাচল পরিবহনে ৩৫০ টাকার স্থলে ৫০০ টাকা করে আদায় করা হয়। খবর পেয়ে সকাল ১১ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি), শান্তনু কুমার দাস চাটখিল, দশঘরিয়া ও হালিমা দিঘীর পাড় বাস কাউন্টারে অভিযান চালান।

এ সময় টিকেট কাউন্টারের লোকজন অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করেন। ত্যাক্ষনিক ভাবে যাত্রীদের নিকট থেকে আদায়কৃত অতিরিক্ত ১৫০ টাকা করে ফেরত দেয়া হয়।

এ সময় উপস্থিত যাত্রীরা ভ্রাম্যমান আদালতের প্রশংসা করেন।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares