চাটখিলে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- আপডেট সময় : ০২:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
- / ২৫৬৮ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের মোঃ মানিক হোসেনের স্কুল পড়–য়া মেয়ে মারিয়া আক্তার (১৩) এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার) সকাল ১০ টার দিকে অজ্ঞান অবস্থায় মারিয়াকে চাটখিলের একটি বেসরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। এলাকাবাসীর অভিযোগ মারিয়াকে তার মা মনি আক্তার মারধর করেছে। এতে মারিয়া জ্ঞান হারিয়ে ফেলে।পুলিশ দুপুর ১২ টার দিকে মারিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিকেলে ময়নাতদন্তের জন্য মারিয়ার লাশ নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মারিয়ার মা ও বাবাকে থানায় নিয়ে যায়। বিকেলে চাটখিল থানায় মারিয়ার মা কান্নাজড়িত কন্ঠে বলেন, মারিয়া এবারে স্থানীয় খিলপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৭ম শ্রেনীর বার্ষিক পরীক্ষায় ৪ বিষয়ে ফেল করেছে। শিক্ষকরা তাকে ৮ম শ্রেনীতে প্রমোশন দিচ্ছে না। বৃহস্পতিবার স্কুলে গেলে শিক্ষকরা তাকে ও মারিয়াকে অনেক বকাঝকা করে। তাই বাধ্য হয়ে মারিয়াকে পুনরায় ৭ম শ্রেনীতে ভর্তি করানো হয় বলে মারিয়ার মা জানান। মনি আক্তারের দাবী ৮ম শ্রেনীতে প্রমোশন না পেয়ে মারিয়া আত্মহত্যা করেছে। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, মারিয়ার মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে মারিয়া হত্যার সঠিক কারন জানা যাবে।