সোনাইমুড়িতে নৌকা প্রতীকে ভোট চাইলেন জাহাঙ্গীর আলম
- আপডেট সময় : ০৪:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮
- / ৩৮২ বার পড়া হয়েছে
মোঃ রুবেল : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চাইলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। তিনি রবিবার দিনব্যাপী সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনয়নে প্রগতি শিশু কানন বিদ্যালয় মাঠ, থানারহাট উচ্চবিদ্যালয় মাঠ ও মোহাম্মদ ইউনিয়নের ফাওড়া উচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন উঠান বৈঠকে এ আহŸান জানান। ইউনিয়ন আওয়ামীলীগ এর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারন সম্পাদক আফম বাবুল বাবু, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল মাস্টার, তথ্য ও গবেষনা সম্পাদক আব্দুল আউয়াল, পৌর সেচ্ছাসেবকলীগ আহŸায়ক আবু সায়েম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূর মোহাম্মদ ভুঁইয়া, জয়াগ কলেজ সভাপতি ফারুকুর রহমান, ওসি মো: নাছিম উদ্দিন, জয়াগ ইউপি চেয়ারম্যান শওকত আকবর পলাশ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ যুগ্ম আহŸায়ক নিজাম উদ্দিন সুজন, আবু মোহাম্মদ মহসিন, হামিদ ইউছুফ তনয়, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক শ্যামল উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ।