চাটখিলে ধর্ষনের মামলায় গ্রেফতার যুবলীগ নেতার বিরুদ্ধে আরও একটি ধর্ষন মামলা
- আপডেট সময় : ০১:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ২ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিলে চাচীকে ধর্ষনের মামলার গ্রেফতার উপজেলার নোয়াখলা ইউনিয়ণ (পশ্চিম) যুবলীগের বহিস্কৃত সভাপতি মজিবুর রহমান শরীফ এর বিরুদ্ধে আরও একটি ধর্ষনের মামলা হয়েছে। শুক্রবার রাতে নোয়াখলা গ্রামের এক গৃহবধু তার বিরুদ্ধে চাটখিল থানায় ধর্ষনের মামলা করে। মামলার এজহারে জানা যায়, গত ১৬/১২/২০১৮ইং তারিখে মজিবুর রহমান শরীফ তার বশত ঘরের জানালা দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধুকে দরজা খুলতে বাধ্য করে। এর পর ঘরে ঢুকে শরীফ তাকে মারধর করে ও ভয় দেখিয়ে ধর্ষন করে। এ বিষয়ে তিনি ভয়ে মামলা করতে সাহস পাননি। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য বুধবার ভোর ৫ টার দিকে শরীফ একই বাড়ীর প্রবাসীর স্ত্রীকে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ২ শিশু সন্তানের সামনে ওই নারীকে ধর্ষন করে। ধর্ষিত ওই নারী শরীফের সম্পর্কে চাচী হন। এ ঘটনায় ওই নারী থানায় মামলা করলে পুলিশ বুধবার দুপুরে শরীফকে স্থানীয় ইয়াছিন হাজীর বাজার থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, শরীফ এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারী। তার বিরুদ্ধে থানায় ধর্ষন, ছিণতাই,ডাকাতি, চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে। শরীফের স্বীকারক্তি মোতাবেক পুলিশ তাকে নিয়ে তার বাড়ীতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, বিদেশী মদের বতল, ৫ টি মোবাইল সেট ও ল্যাপটপ উদ্ধার করেছে।
এ দিকে বুধবার রাতে উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক ও চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী ও যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন মিল্টন স্বাক্ষরিত এক পত্রে অভিযুক্ত মজিবুর রহমান শরীফকে ইউনিয়ন যুবলীগের সভাপতির পদ থেকে বহিস্কার করেছে। বর্তমানে শরীফ ৪ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।