চাটখিলে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই
- আপডেট সময় : ১০:০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ৪ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে এক অটোরিক্সা চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দূর্বত্তরা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ধর্মপুর গ্রামের একটি বাগান বাড়ীতে সুপারি গাছের সাথে বাধা এক ব্যক্তির লাশ দেখতে পায়। থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাত ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নাম নুর আমিন (২৮)। তার বাড়ী চাটখিল পৌর সভার ছয়ানী টবগা গ্রামে। সে একজন অটোরিক্সা চালক। ধারনা করা হচ্ছে, দূর্বত্তরা তার নতুন অটো রিক্সাটি ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে যায়। এ সময় দূর্বত্তরা তাকে গলায় গামছা পেঁছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সুপারি গাছের সাথে বেধে রেখে তার অটোরিক্সাটি নিয়ে যায়। দূর্বত্তদের গ্রেফতারের বিষয়ে জোর তৎপরতা অব্যাহত রয়েছে বলে ওসি জানান।