আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মানের অভিযোগে চাটখিলে প্রবাসীর স্ত্রী’র সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১২:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ২ বার পড়া হয়েছে
মো: রুবেল : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মানের অভিযোগে চাটখিলে এক প্রবাসীর স্ত্রী ও সন্তানরা সংবাদ সম্মেলন করেছে। রোববার বিকেলে চাটখিল পৌরসভার ৩ নং ওয়ার্ডে আবদুল মজিদ মেম্বারের (আঢ্য) বাড়ীতে সৌদি প্রবাসী আলী হোসেন এর স্ত্রী নার্গিস আক্তার ও তার সন্তানরা নিজ বাড়ীতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নার্গিস আক্তার জানান, তার স্বামী আলী হোসেন দীর্ঘ ২৪ বছর সৌদি আরবে রয়েছে। সর্বশেষ তিনি ২ বছর ৬ মাস আগে দেশে ছুটিতে আসেন। নার্গিস আক্তার জানান, তার শশুর এছলাম হক বাড়ীর জমি জমা নিয়ে একটি বন্টকের মামলা করেন। ওই মামলায় ২২/০৬/২০০৯ইং তারিখে স্থায়ী নিষেধাজ্ঞা জারী করা হয়। অদ্যাবদী ওই নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
নার্গিস জানান, ওই মামলার ৬ নং আসামী আবুল কালাম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ন ভূমিতে স্থাপনা নির্মান করছেন।
এ ব্যাপারী নার্গিস আক্তার পুলিশ প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করলেও কোন প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে সন্তানদের নিরাপত্তা নিয়ে শংকিত রয়েছেন বলে জানান।