চাটখিলে শশুর বাড়ীতে জামাইয়ের বিষপানে আত্মহত্যা
- আপডেট সময় : ০৩:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ৩ বার পড়া হয়েছে
মো: রুবেল: চাটখিল উপজেলার পারকোট ইউনিয়নের রামদেবপুর গ্রামে রোববার সন্ধ্যায় শশুর বাড়ীতে এক জামাই বিষপানে আত্মহত্যা করেছে।
জানা যায়, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে সাইফুল ইসলাম (২৭) রোববার তার স্ত্রীকে নিজ বাড়ীতে নেয়ার উদ্দেশ্যে শশুর বাড়ীতে যায়। এ সময় স্ত্রী ঝুমুরআক্তারের সঙ্গে তার ঝগড়া ঝাটি হয়। এতে সাইফুল ইসলাম স্ত্রীর ওপর অভিমান করে বিষপান করে আত্মহত্যা করে। স্থানীয় লোকজন সাইফুল ইসলামকে উদ্ধারকরেচাটখিল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। এ ব্যাপারে সাইফুলের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেছে।
চাটখিল থানার ওসি আবুল খায়ের মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সাইফুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।